একবার ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছিলাম। কিছুতেই গন্তব্যে পৌঁছাতে পারছিলামনা । সেই সময়ের অনুভূতি আর অভিজ্ঞ্যতা নীচের লাইনগুলিতে—-
ঘোরের টানে ঘুরপাক খাই,
কোথা যেতে, কোথা যাই,
চেনা অচেনা পথের ধাঁধা,
আমরা শুধুই পথ হারাই।
আমার দোষ তোমার দোষ,
দোষের কোনো দোষ যে নাই,
সময় যায় সময় আসে,
যুদ্ধ করে জীবন হারাই।
স্মৃতির গুদামে জঞ্জাল সব,
খুঁজে খুঁজে খেই হারাই,
মনের বাঁধ ভেঙে গেলে,
বুদ্ধির জলে হাবুডুবু খাই।
অলৌকিকের লোক নাহি পাই,
জানা অজানার মিশ্র ছাই,
আমার শুধু আমিই আছি,
সত্যি বলে সত্যি কিছু নাই।
শুরুতে যদি যেতেই চাই,
পথ হাতড়ে লাভ নাই,
কোথায় ছিলাম? কোথায় আছি?
আমি কি জানি, কোথায় যাই?
___এক আরও🖋️